
এম.হান্নান রহিম তালুকদার
পেশাদার সাংবাদিকদের সরকারি নিবন্ধিত সংগঠন ‘জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি’র চট্টগ্রাম বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, এতে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সৈয়দ মনিরকে সভাপতি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি অরুপ চন্দ্রকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব
এস.এম. হানিফ আলী ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন, নবগঠিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন
দৈনিক তালাশ টিমের উপদেষ্টা সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ ছৈয়দুল করিম খান।
সাংবাদিকতার মহান পেশাকে সমুন্নত রাখা এবং অপরাধ বিষয়ক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে গঠিত এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা মনোনীত হয়েছেন তারা হলেন— সহ-সভাপতি মোঃ অলি উল্লাহ নিজামী ও জিয়াউর রহমান হায়দার, যুগ্ম সম্পাদক দ্বিতীয় রতন কুমার দে শাওন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম,অর্থ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম,প্রচার সম্পাদক মেহরাব হোসেন মেহেদী,দপ্তর সম্পাদক মোঃ জিয়াউল হক এবং মহিলা বিষয়ক সম্পাদিকা রিয়া চক্রবর্তী,
কমিটির নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন—দৈনিক চট্টগ্রাম সংবাদ সম্পাদক এম. হান্নান রহিম তালুকদার, আবু তৈয়ব,কমল পাটোয়ারী, কাইছার সৌরভ অভি,রাজিব চন্দ্র দাস (তুষার), ইমাম উদ্দিন সুমন,মীর হোসেন মীরু,আফতাব হোসেন মমিন, মোঃ আবদুস সামাদ,মোঃ ফারুক আহমেদ,মোফাজিরুল হক বাচ্চু, গাজী হানিফ,গিয়াস উদ্দীন রনি, আবদুল জলিল রিপন,সুমন হায়দার,মোঃ রনি ইসলাম, বিদ্যুৎ দেবনাথ,মোঃ সাইফুর রহমান ও মোহাম্মদ মফিজ।
উল্লেখ্য,জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বনামধন্য সাংবাদিক সংগঠন
কমিটি অনুমোদনের পর নবগঠিত নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান,দেশ ও জাতির স্বার্থে অপরাধ নির্মূল এবং সত্য উদঘাটনে তারা আপোষহীন ভূমিকা পালন করবেন,দায়িত্ব পালনে তারা প্রশাসন, সহকর্মী সাংবাদিক ও সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।